Translate

Saturday, 3 November 2018

চক্র

বাইরে বের হওয়াটা এত সহজ না, যত সহজে ফিরে আসা যায় তারচেয়েও কঠিন মনে হয় রহিমুদ্দির কাছে প্রতিদিন একই সময়ে একই কাজের উদ্দেশ্যে নিয়ম করে বাইরে বের হওয়াটা,যদিওবা পেটের দায় থেকেই এমনটা করতে হয় প্রতিদিন অনেক লোকের,সে হিসেবে বিষয়টাকে সে একপক্ষীয়ভাবেও ভাবতে পারে না, তারপরও কি এক যান্ত্রিক উপায়ে কাজটা তার রোজ করে যেতে হচ্ছে,ভেবে কূল পায় না রহিমুদ্দি,হয়তো তার মত আরো অনেকেই, হয়তো কোন একদিন এই পাকচক্রের মোহ কিম্বা মায়া কাটাতে না পেরে আত্মহত্যার মত পাপ কাজ করে বসবে সে,কে জানে?
কখনো কখনো এসব ছাইপাশ ভাবতে ভাবতে ছমিরনের মুখটা ক্ষণিকের জন্য ডুবোচরের মত ভেসে উঠে । রহিমুদ্দি তখন আরো আনমনা হয়ে যায় । হঠাৎ একসময় তা হারিয়ে যায় । রহিমুদ্দিও সংবিৎ ফিরে পেয়ে নিজের কাজে ব্যাস্ত হয়ে পড়ে আগের মতো!
যেন কিছুই হয়নি ।


'চক্র' গল্পের অংশবিশেষ।

No comments:

Post a Comment

স্মৃতির কঙ্কাল ও জুলাইয়ের ভূত : এক অন্তর্বীক্ষণ

১. এক বছর পেরিয়ে গেল, অথচ আমার ফেসবুকের সময়রেখা যেন থমকে আছে এক অদৃশ্য বিন্দুতে। হাসিনার পলায়ন কি কেবল একটি শাসনের শেষ ছিল, নাকি মুক্তিকামী ...