Translate

Thursday, 1 November 2018

মধ্যপাঠে...

অ্যাডাপ্টেড এক ডাচ্ যুবকের নিজের শিকড়ের প্রতি যে টান ; তার মর্মস্পর্শী আখ্যান-ই 'বারে বারে ফিরে আসি'-এর মূল উপজীব্য বিষয় ।

মানিক ওরফে মাইকেল বাংলাদেশে এসেছিল ঘুরতে । তার পালক ডাচ্ বাবা-মা'র কাছ থেকে সে জেনেছিল এই বাংলাদেশ থেকেই ছোটবেলায় ত‍াকে হল্য‍ান্ডে নিয়ে যাওয়া হয়েছিল ।
তার আসল বাবা-মা'র কাছ থেকে চুরি করে ডাচ্ এনজিও কি তাকে তার ডাচ্ বাবা-মা'র হাতে তুলে দিয়েছিল নাকি তার হতদরিদ্র আসল বাবা-মা নিজেই তাদের শিশুপুত্রকে তাদের হাতে তুলে দিয়েছিল এ নিয়ে মাইকেলের সন্দেহ আছে ।
তারপরও কি এক অনুভূতি থেকে তার মধ্যে এই বোধ কাজ করে যে, তাকে চুরি-ই করা হয়েছে । আবার কখনো কখনো এ বিষয়ে তার মধ্যে মিশ্র অভিমান কাজ করে, তার মনে হয় তার বাবা-মা এ কাজ ইচ্ছে করেই করেছে ।

 যখন চরম হতাশা আর ক্লান্তি লাগে এসব বিষয়ে, তখন নিজেকে তার বিপন্ন মনে হয় ।

জাতীয় দৈনিকের এক সাংবাদিকের বয়ানে কাহিনি এভাবেই এগুচ্ছে...

No comments:

Post a Comment

স্মৃতির কঙ্কাল ও জুলাইয়ের ভূত : এক অন্তর্বীক্ষণ

১. এক বছর পেরিয়ে গেল, অথচ আমার ফেসবুকের সময়রেখা যেন থমকে আছে এক অদৃশ্য বিন্দুতে। হাসিনার পলায়ন কি কেবল একটি শাসনের শেষ ছিল, নাকি মুক্তিকামী ...