কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের নব্য-বুদ্ধিজীবিদের নৈতিক অবস্থান ও সমর্থনের যে ধারা পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিবাদের যে ভাষিক রূপ দেখতে পাচ্ছি, তার সাথে আমাদের দেশের কথিত বুদ্ধিজীবিদের সার্বিক অবস্থানের বিষয়টিকে বিবেচনা করলে, আক্ষরিক অর্থে 'বুদ্ধিজীবি' পরিচয়টিকে যথেষ্ট ছোট করা হয় । কেননা ঐসব কথিত বুদ্ধিজীবিরা ব্যক্তিগত সংকট-সংঘাত-সমস্যার কাছে মাথানত করে ক্ষমতার প্রতি সত্য ভাষণের আদর্শিক-যৌক্তিক লড়াই করার সৎ সাহস-শক্তিটুকু ইতোমধ্যেই হারিয়ে ফেলেছেন ।তাই তো এই গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতাসীনদের এমন 'অগণতান্ত্রিক' ক্ষমতার ব্যবহার দেখেও দিব্যি তারা তাদের মৌনব্রত পালন করে চলেছেন।সে হিসেবে নব্য-বুদ্ধিজীবিরা কোটা সংস্কার আন্দোলনের মত মানবিক এবং অরাজনৈতিক একটি ইস্যুতে উল্টোমুখো গণমাধ্যম ও ক্ষমতাসীন দলের বিপরীতে দাঁড়িয়ে ছাত্র-সমাজের ক্ষমতাবিরোধী প্রতিবাদের সাথে সংহতি জানিয়ে যে বুদ্ধিজীবিতার পরিচয় দিচ্ছেন, নিজেদের 'উপলব্ধিযোগ্য অস্তিত্ব'র উপস্থিতির জানান দিচ্ছেন, বুদ্ধিজীবির পরিচয় সাপেক্ষে তাঁদের এই অবস্থান প্রশংসনীয়!০১/০৭/২০১৮ইং
Translate
Saturday, 10 November 2018
বুদ্ধিজীবী!
Subscribe to:
Post Comments (Atom)
বিবিধ অভাব : লিওনার্দো লালন লাঁকা
‘চিত্রকলা, দর্শন, সংগীত, ভাষা, গ্রন্থপাঠ ও মঞ্চনাটক নিয়ে মোট ১৬টি প্রবন্ধের এক অনবদ্য সংকলন এটি। প্রত্যেক লেখাতেই পাঠক নতুন ভাবনার মুখোমুখি...
-
Illustration : fast-ink-y43tNhAVDNs-unsplash শিল্পীর সৃষ্টি, সে হোক কলমের আঁচড়ে সাহিত্য, তুলির ছোঁয়ায় চিত্রকর্ম, বা সুরের মূর্ছনায় সঙ্গীত...
-
কিছুদিন আগে মেহেদী উল্লাহর একটা লেখা পড়েছিলাম সমকালের কালের খেয়ায়। ‘ফলিত স্বপ্নের বাসনা’ নামে। তাঁর প্রথম উপন্যাস ‘গোসলের পুকুরসমূহ’ লেখা...
No comments:
Post a Comment