Translate

Saturday, 10 November 2018

বুদ্ধিজীবী!

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের নব্য-বুদ্ধিজীবিদের নৈতিক অবস্থান ও সমর্থনের যে ধারা পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিবাদের যে ভাষিক রূপ দেখতে পাচ্ছি, তার সাথে আমাদের দেশের কথিত বুদ্ধিজীবিদের সার্বিক অবস্থানের বিষয়টিকে বিবেচনা করলে, আক্ষরিক অর্থে 'বুদ্ধিজীবি' পরিচয়টিকে যথেষ্ট ছোট করা হয় । কেননা ঐসব কথিত বুদ্ধিজীবিরা ব্যক্তিগত সংকট-সংঘাত-সমস্যার কাছে মাথানত করে ক্ষমতার প্রতি সত্য ভাষণের আদর্শিক-যৌক্তিক লড়াই করার সৎ সাহস-শক্তিটুকু ইতোমধ্যেই হারিয়ে ফেলেছেন ।
তাই তো এই গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতাসীনদের এমন 'অগণতান্ত্রিক' ক্ষমতার ব্যবহার দেখেও দিব্যি তারা তাদের মৌনব্রত পালন করে চলেছেন।
সে হিসেবে নব্য-বুদ্ধিজীবিরা কোটা সংস্কার আন্দোলনের মত মানবিক এবং অরাজনৈতিক একটি ইস্যুতে উল্টোমুখো গণমাধ্যম ও ক্ষমতাসীন দলের বিপরীতে দাঁড়িয়ে ছাত্র-সমাজের ক্ষমতাবিরোধী প্রতিবাদের সাথে সংহতি জানিয়ে যে বুদ্ধিজীবিতার পরিচয় দিচ্ছেন, নিজেদের 'উপলব্ধিযোগ্য অস্তিত্ব'র উপস্থিতির জানান দিচ্ছেন, বুদ্ধিজীবির পরিচয় সাপেক্ষে তাঁদের এই অবস্থান প্রশংসনীয়!

০১/০৭/২০১৮ইং

No comments:

Post a Comment

স্মৃতির কঙ্কাল ও জুলাইয়ের ভূত : এক অন্তর্বীক্ষণ

১. এক বছর পেরিয়ে গেল, অথচ আমার ফেসবুকের সময়রেখা যেন থমকে আছে এক অদৃশ্য বিন্দুতে। হাসিনার পলায়ন কি কেবল একটি শাসনের শেষ ছিল, নাকি মুক্তিকামী ...