Translate

Monday, 3 December 2018

মুক্তবুদ্ধি

মানুষের চিন্তাজগতে বিজ্ঞানের প্রভাব ক্রমশ বেড়ে চলেছে।আর এর সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতি মানুষের চিন্তাধারার পরিবর্তনকে তরান্বিত করছে।এক্ষেত্রে বিজ্ঞানের সাথে ধর্মের বিরোধটা খুবই প্রত্যাশিত।কারণ, বিশ্বাস হচ্ছে ধর্মের দার্শনিক ভিত্তি ।ধর্মের সকল বিষয় এই বিশ্বাসকে ঘিরেই আবর্তিত হয়।আর বিজ্ঞানের দার্শনিক ভিত্তি হচ্ছে অবিশ্বাস।সংশয় পোষণ করাই এর মূল কথা।
তাছাড়া সার্বিক ভাব-চিন্তার প্রেক্ষিতে বিশ্বাসের সাথে সংশয় একদম যায় না।

আর উভয়টিই মনোজাগতিক ব্যাপার।
সুতরাং মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে আপনাকে,আমাকে যেকোন একটিই গ্রহণ করতে হবে।কেননা জগতের জ্ঞানতাত্ত্বিক লড়াইয়ে ঠিকে থাকতে হলে;আপনি,আমি কোন পক্ষের লোক সেটা স্পষ্ট করা খুবই জরুরি।
          ১২/১০/২০১৭ইং

স্মৃতির কঙ্কাল ও জুলাইয়ের ভূত : এক অন্তর্বীক্ষণ

১. এক বছর পেরিয়ে গেল, অথচ আমার ফেসবুকের সময়রেখা যেন থমকে আছে এক অদৃশ্য বিন্দুতে। হাসিনার পলায়ন কি কেবল একটি শাসনের শেষ ছিল, নাকি মুক্তিকামী ...